বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন আনছে ভারতীয় নির্মাতা জোলো। ১০০ গ্রামের নতুন স্মার্টফোনটি আগামী মাসের শুরুর দিকে উন্মোচন করা হতে পারে বলে প্রতিষ্ঠানটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জোলো উইন সিরিজের স্মার্টফোনটিতে উইন্ডোজ ৮.১ ব্যবহার করা হতে পারে। স্মার্টফোনটির দাম পড়তে পারে ১২ হাজার রুপি। জোলো মুখপাত্র এর বেশি কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। তবে টাইমস অব ইন্ডিয়ার টেক নিজেদের বরাত দিয়ে জানায়, স্মার্টফোনটিতে ৪ দশমিক ৭ ইঞ্চির পর্দা ব্যবহার করা হতে পারে। এতে আরো থাকবে স্ন্যাপ ড্রাগনের টুজিরোজিরো-এইটটুওয়ানটু কোয়াডকোর প্রসেসর।
বাজার বিশ্লেষকদের মতে, ১০০ গ্রাম ওজন হওয়ার কারণে এটিই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন। এতে সর্বাধুনিক প্রায় সব প্রযুক্তিই ব্যবহার করা হবে। সম্প্রতি স্মার্টফোন নির্মাতা প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তাদের পণ্যের ওজন কমিয়ে আনার চেষ্টা করছে। কারণ বর্তমান বাজার ঝুঁকছে আকারে ছোট ও হালকা স্মার্টফোনের দিকে। জোলোর নতুন স্মার্টফোনটি বাজারে নতুন ধারা তৈরি করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এর মধ্যে অনেকেই মনে করছেন নতুন স্মার্টফোনটির কারণে বাজারে হালকা স্মার্টফোন সরবরাহের প্রতিযোগিতা শুরু হতে পারে।
0 comments:
Post a Comment