Earn money to share links


এবার মিডিয়ার শিরোনামে জ্যাকিকন্যা!
এবার মিডিয়ার শিরোনামে জ্যাকিকন্যা!

এইতো গতমাসেই 'হিরোপন্থী' দিয়ে জ্যাকি শ্রফের ছেলে টাইগার বলিউডে ডেব্যু করলেন । এখন জ্যাকির মেয়েও খবরের
 হেডলাইনে। তবে এবার কোনো সিনেমাকে ঘিরে নয়, তার বয়ফ্রেন্ডের কারণে। জ্যাকির মেয়ে কৃষ্ণা নিজের এবং বয়ফ্রেন্ড স্পেনসের জনসনের একটা সেল্ফি একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন আর রাতারাতি ঐ ছবি ভাইরাল হয়ে যায়। ছবি দেখে স্পষ্ট বোঝা যাবে তারা শুধু ‘জাস্ট ফ্রেন্ডস’ নয়।
এবার মিডিয়ার শিরোনামে জ্যাকিকন্যা!
এবার মিডিয়ার শিরোনামে জ্যাকিকন্যা!
জানা গেছে কৃষ্ণার বয়্ফ্রেন্ড একজন ব্রজিলিয়ান ফুটবল ট্রেনার। জ্যাকি নাকি অনেকদিন ধরেই চেনেন তাকে। কৃষ্ণার কাছাকাছি থাকবে বলে এই ব্রাজিলিয়ান সম্প্রতি মুম্বাইতে সিফ্ট করেছেন। কিছুদিন আগে জ্যাকি ছেলে টাইগারের ছবির সাফল্যে মুম্বাইয়ের অলিভ রেস্তোরাতে একটা পার্টির আয়োজন করেন। সেখানেও উপস্থিত ছিলেন কৃষ্ণা সহ তার প্রেমিক। পার্টি শেষ হয়ে যাওয়ার পর কৃষ্ণা আর স্পেনসের একসঙ্গে রেস্তোরা থেকে বেরিয়ে যান।

0 comments:

Post a Comment

 
Top