Earn money to share links

 টাইটেল দেখে চমকে উঠেছেন নাকি? ভাবছেন এটা আবার সম্ভব নাকি! হ্যা সম্ভব কারন এখন ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে কিছু করা যায় না এমন কিছু নাই। তবে যা করা হবে সেটাও হবে একটু ডিজিটাল টাইপের। 

       আপনাদের দেখাবো একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে দুইজনের ছবি থেকে অর্থাৎ একটা ছেলে ও একটা মেয়ের ছবির মিশ্রনে বাচ্চাটি দেখতে কেমন হতে পারে তা আগে আগেই ধারনা লাভ করা যায়। এটাকে আমরা মজা হিসেবেই ধরে নিব। সিরিয়াসলি নেয়ার মত কিছু না। আমি যে সফটওয়্যারের কথা বলছি তার নাম হলো BabyMaker। নাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারেছেন এর কাজ কি। চলুন দেখে নেই কিভাবে এটা ব্যবহার করতে হবে।

Baby Maker সফটওয়্যারের ব্যবহারঃ

Step 1

প্রথমে একজনের ছবি লোড করে নিন। লোড করার পর জুম করে চেহারাটা বড় করে নিন। নিচের ছবির মতো।

Step 2

এবার পরের জনের ছবি লোড করে নিন। 

Step 3

এ ধাপে আপনি বাচ্চাটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে তা সিলেক্ট করে দিন।
b3

Result

এখন আপনি কিছুক্ষন অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার কাংখিত বাচ্চার ছবি।

বাচ্চাটা কি সুইট তাই না? চুল ছাড়া বাকি সব ঠিক আছে। :P তাহলে এবার আপনিও শুরু করে দিন।

ডাউনলোড লিঙ্কঃ

Luxand BabyMaker 1.5

সিরিয়াল কী সাথে দেয়া আছে। সিরিয়াল কী টা দিয়ে ফুল ভার্সন করে নিন।
এছাড়া আপনি এই কাজটি সফটওয়্যার না দিয়ে অনলাইনেও করতে পারেন। পদ্ধতি অনেকটা একই। শুধু দুটি ইমেজ আপলোড করতে হবে। তারপর Make Baby তে ক্লিক করলেই হয়ে যাবে। তবে Baby maker ফেসবুক পেজে লাইক দিয়ে বাচ্চার ছবিটি দেখতে হবে।

অনলাইনে করার জন্য ভিজিট করুন এখানে:

0 comments:

Post a Comment

 
Top