বিশ্বকাপে অভিষেকটা অবিস্মরণীয় করে রাখলেন নেইমার। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ৩-১ গোলে জয়ের দুটিই এসেছে এই তারকা স্ট্রাইকারের পা থেকে। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমারকে ঘিরেই। পেলে, গারিঞ্চা, রোমারিও, রোনালদো-ব্রাজিলের এই ফুটবল মহানায়কদের উত্তরসূরি নেইমার হতাশ করেননি দেশবাসীকে।
ম্যাচের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি যেমনটা ভেবেছিলাম এটা তার চেয়েও ভালো। আশা করেছিলাম, আমরাই জিতবো। তবে বিশ্বকাপে এমন দুর্দান্ত অভিষেক, এই আনন্দ মাপা যাবে না।”বল নিয়ে কয়েক পা এগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান বার্সেলোনা তারকা। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন প্লেতিকোসা কিন্তু কোনো কাজ হয়নি। বারে লেগে জালে জড়ালে উল্লাসে মেতে উঠে পুরো স্টেডিয়াম।
Torrent Download Link:
DOWNLOAD
DOWNLOAD
যদি Torrent Downloader না থাকে তাহলে ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে
0 comments:
Post a Comment