Earn money to share links


ম্যাচের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি যেমনটা ভেবেছিলাম এটা তার চেয়েও ভালো। আশা করেছিলাম, আমরাই জিতবো। তবে বিশ্বকাপে এমন দুর্দান্ত অভিষেক, এই আনন্দ মাপা যাবে না।”
   বৃহস্পতিবার মন ভরানো ফুটবলই খেলেছে লুইস ফেলিপে স্কলারির ব্রাজিল। ড্র হওয়ার পর থেকেই নেইমারকে ঠেকানোর পরিকল্পনা এঁটেছিল ক্রোয়েশিয়া। কিন্তু কাজ হয়নি, বরং তার জাদুকরী ফুটবলেই সমতা ফেরায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
২৭তম মিনিটে হলুদ কার্ড পান নেইমার। কার্ডটা যেন আরো তাতিয়ে দেয় বার্সেলোনা তারকাকে। দুই মিনিট পরেই প্রায় ২৩ গজ দূর থেকে গোল করে খেলায় সমতা আনেন তিনি।
বল নিয়ে কয়েক পা এগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান বার্সেলোনা তারকা। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকানোর চেষ্টা করেছিলেন প্লেতিকোসা কিন্তু কোনো কাজ হয়নি। বারে লেগে জালে জড়ালে উল্লাসে মেতে উঠে পুরো স্টেডিয়াম।
   

Torrent Download Link:
DOWNLOAD
যদি Torrent Downloader না থাকে তাহলে ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে

0 comments:

Post a Comment

 
Top