Photo shop এর বিকল্প হতে পারে XnRetro
Primary tabs
ফটো এডিটিং করার জন্য নানা ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। তার মধ্যে আমরা যারা প্রফেশনালি ফটো এডিটিং এর কাজ করে থাকি তাদের জন্য Adobe Photoshop এর বিকল্প কিছু নেই। কিন্তু Adobe Photosop দিয়ে ইফেক্ট দিতে হলে এর ভাল কাজ জানতে হয়। Photoshop এর কাজ শেখা অনেক সময়সাধ্য এবং ধৈর্য্যের ব্যপার বটে। যাই হোক আপনাদের সবার কথা চিন্তা করে আমি কয়েকটি সফট্ওয়্যার নিয়ে আলোচনা করব যে গুলো দিয়ে আপনি খুব চমৎকার কিছু ইফেক্ট দিতে পারবেন।
আজ যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে XnRetro.
আজ যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে XnRetro.
এটি একটি ওপেনসোর্স মানে ফ্রীওয়্যার ইমেজ এডিটিং ইউটিলিটি। সবচেয়ে বড় ব্যপার হচ্ছে আপনি আপনার পছন্দমত অপারেটিং সিস্টেমে(Widnows, Linux, Mac, Android) এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।
XnRetro দিয়ে আপনি আপনার ফটো এবং ইমেজসমূহে অসাধারন স্টাইল এবং ইফেক্ট যোগ করতে পারবেন। ছবি এডিটিং করার জন্য এটি চমৎকার একটি সফটওয়্যার। নতুন কম্পিউটার ব্যবহারকারী হলেও আপনি এটি ব্যবহার করতে পারবেন খুব সহজে। ছবির মাঝে সুন্দর প্রভাব ও সতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন রিয়েলিস্টিক ইফেক্ট দিতে পারবেন।
এই সফটওয়্যার টি ব্যবহার করা খুব সহজ শুধু একটি ইমেজ ওপেন করুন ইফেক্ট দিন এবং তা সংরক্ষণ করুন। ব্যাস আপনার কাজ শেষ।
XnRetro দিয়ে আপনি ছবির মাঝে বিভিন্ন ফ্রেম ইমেজ যোগ করা যেতে পারে। ফ্রেম খুব ভাল এবং বিভিন্ন ছবি উপর প্রয়োগ করা যেতে পারে আপনার ছবিটি আরো সুন্দর করার জন্য। XnRetroব্যবহার করে, আপনি আপনার ফটোকে আরো সুন্দর এবং খুব দ্রুত এডিট করতে পারেন।
এমনকি আপননি রং এর সমন্বয় করতে পারবেন এবং আপনার ছবি আরো প্রাণবন্ত ও উজ্জ্বল বানাতে পারেন। কিছু ইফেক্ট আছে যা দিয়ে আপনি ছবির রং নিয়ন্ত্রন করতে পারেন। এটি দিয়ে ইমেজের গামা এবং এক্সপোজার নিয়ন্ত্রণ করতে পারবেন।
XnRetroদিয়ে আপনার পছন্দ মত জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সরাসরি আপনার ফটো শেয়ার করতে পারেন ।
XnRetroদিয়ে আপনার পছন্দ মত জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক সরাসরি আপনার ফটো শেয়ার করতে পারেন ।
ডাউনলোড করতে সরাসরি অফিসিয়াল সাইটি দেখতে পারেনঃ এখানে ক্লিক করুন
Tag: photoshop,free full,100% working,cracked,xn retro,alternative to photo shop,alternative,photo editing,full softwares,open source,crack,cracked,windows,mac,linux,unix,working serial key
0 comments:
Post a Comment