প্রথম পর্বটি দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন......................................................
আগের পর্বে শিখে
ছিলাম একটি rectangle আঁকা।তোমাদের হোম ওয়ার্ক দিয়েছিলাম বর্গক্ষেত্র ও বৃত্ত আঁকা। নিশ্চয়
তোমরা সেগুলি করতে
পেরেছো।সবকিছুইতো হলো কিন্তু তৈরীকৄ্ত ফাইলটি সেভ করবে কি করে! এখন এসো দেখাযাক
কিভাবে সেভ করা যায়................... প্রথমে ফইলে ক্লিক করে save as এ ক্লিক করলে একটি নতুন উইন্ডো আসবে।save
in এর যায়গায় কোথায় সেভ করতে চাও লোকেসান চিনিয়ে দাও,file name এর যায়গায় ফাইলের নাম দাও, formate লেখা ড্রপডাউন বক্সে
ক্লিক কর,দেখতে পাবে অনেক রকম formate দেখাচ্ছে।
এখান থেকে jpeg ক্লিক করে
সিলেক্ট কর এবং save বাটান এ ক্লিক কর। নিচে
ছবিটি দেখো.........
আর একটি উইন্ডো আসবে।
সেখানে quality ড্রপ বক্সে ক্লিক করলে বিভিন্ন কোয়ালিটি
অপসান দেখাবে।এখানে আমি medium এ
ক্লিক করে medium সিলেক্ট
করেছি।এখন ok বাটানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে।নিচে ছবিটি দেখো............
লেয়ার
পরিচিতিঃ-
ফটোসপের একটি দারুন সুবিধা
হল বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করা যায়। বিভিন্ন লেয়ার নিয়ে কাজ করার সুবিধা কি? অনেক
সময় দেখাযায় যে ফটো এডিটিং এর সময় শুধুমাত্র একটি লেয়ার নিয়ে কাজ করলে ওই লেয়ারে
কোন একটি নির্দ্দিষ্ট অব্জেক্ট বসানোর প্রয়োজন হলো।আবার পরে অব্জেক্টটিকে রিসাইজ
বা সরানোর প্রয়োজন হলে তখন কিন্তু সিংগেল
লেয়ার নিয়ে কাজ করলে এটা করা যাবেনা।তা করতে গেলে হয় টোটাল ইমেজটি রিসাইজ হয়ে যাবে
নতুবা টোটাল ইমেজটি সরে যাবে তাও যদি লেয়ার আনলক করা থাকে।লেয়ার লক করা থাকলে
ইমেজটি রিসাইজহতে পারে কিন্তু অব্জেক্টটিকে সরানো যাবেনা।আশা করি লেয়ার এর প্রয়োজনিয়তা
বোঝাতে পেরেছি।
এখন এসো একটি ছবি দেখে
লেয়ার এর ধারনা নেওয়া যাক। ডেস্কটপে থাকা ফটোসপ 7.0 আইকনে
ডাবল ক্লিক করে ফটোসপ ওপেন করে ফাইল এ ক্লিক করে তারপর New এ ক্লিক করে একটি ব্লাঙ্ক পেজ নাও। টুলবার
থেকে T লেখা
চিহ্নতে ক্লিক কর, তারপর
মাউস পয়েন্টারটি ব্লাঙ্ক পেজটির যেকোন যায়গায় একটা লেফট ক্লিক করে দেখ একটী
কারসার ব্লিঙ্ক করছে।এখানে
যাখুশি টাইপ কর।আমি এখানে আমার সাইটের নাম লিখেছি।এখন মাউস
পয়েন্টারটি টুলবারের একদম উপরে Move tool এ ক্লিক করে কিবোডে ctrl ও T একসাথে
প্রেস কর।দেখবে যেটি লিখেছিলে তার চারপাশে একটি আয়তক্ষেত্রের মত রিসাইজার টুল এসে গেছে।এখন তুমি মাউস পয়েন্টারটি ওই রিসাইজার টুল এর উপর ছোট বক্স চিহ্নিত অংশের উপর রেখে
মাউসের বাম বাটন চেপে রেখে নিজের ইচ্ছা মত ড্রাগ করে লেখাটিকে বড় বা ছোট
করতে পারবে অথবা ছোট বক্স চিহ্নিত অংশের
উপর মাউস পয়েন্টারটি না রেখে
লেখার উপর রেখে ড্রাগ করে লেখাটিকে যেকোন যায়গায় মুভ করতে পারবে।
ডান দিকে লেয়ার উইন্ডোতে
দেখ এখানে দুটো লেয়ার দেখাচ্ছে একটি ব্যাগ্রাউন্ড ও অন্যটি টেক্সট লেয়ার।নিচের
ছবিটি দেখো...............
আজ আর নয়।পরের পর্বে আসছি আরো কিছু নতুন জিনিস নিয়ে।
পরের পর্বে আমরা শিখবো আরো নতুন
কিছু আজ আর নয়।পরের পর্বে আসছি আরো কিছু নতুন জিনিস
নিয়ে। পরের পর্বে আমরা শিখবো
আরো নতুন কিছু।
0 comments:
Post a Comment